ABP Ananda LIVE: বিজেপি যখন লাগাতার হিন্দুত্বের অস্ত্রে শান দিচ্ছে, তখন ব্রাহ্মণ ও পুরোহিত সংগঠনের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল নেতা রাজীব বন্দ্য়োপাধ্য়ায়। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের কার্যকরী সভাপতি রাজীববাবুর বক্তব্য, "ওদের পাতা ফাঁদে রাস্তায় নামতে হবে না। বাড়িতে বসে আপনারা ধর্ম পালন করুন।" এর আগেই শুভেনদু অধিকারী দাবি করেন, যে রামনবমীর দিন এক কোটি হিনদু রাস্তায় থাকবেন।